Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 21 July 2023
  • অন্যান্য

অভয়নগরে বিবিধ মামলায় পরোয়ানা ভুক্ত ১৬ আসামি গ্রেফতার

Google News

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনা অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে অভয়নগর থানার অফিসার ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামি জিআর-২৯২/১৭ এবং জিআর-৩৫৩/১৭ মোঃ অহিদুল ইসলাম,পিতা-মৃত নুর ইসলাম,সাং- বুইকারা (ড্রাইভারপাড়া), জিআর-২২১/২২ মোঃ তরিকুল ইসলাম (২২), পিতা-মৃত আব্দুল রহিম মোড়ল, সাং-ধোপাদি, জিআর-২১৬/২২, মোঃ তরিকুল ইসলাম (২২), পিতা-মৃত আব্দুল রহিম মোড়ল, সাং-ধোপাদি, এসসি-১১৭৪/১৮, মোঃ জুয়েল গাজী,পিতা-মোঃ নজরুল গাজী,সাং-নওয়াপাড়া, সিআর-৫৪৩/২২, মোঃ সোহরাব শেখ, পিতা-মৃত মহত শেখ,সাং-বর্নি, সিআর-২৫৪/২৩,মোঃ নাজমুল হোসেন,পিতা-জুবান আলী,সাং-বুইকারা (নাজমুল স্টোর),সিআর-২৫৫/২৩, নারগিস বেগম, পিতা-সোবহান সরদার,সাং-বুইকারা (সরকারী কবরস্থান),সিআর-২৫৩/২৩,রেশমা খাতুন,পিতা-মোঃ দেলোয়ার হোসেন কাজী, সাং-গুয়াখোলা (আনজিদ স্টোর),সিআর-২৫৫/২৩, সাহিদা বেগম, পিতা-তফেল গাজী,সাং-বুইকারা (আল হেলাল স্কুল সংলগ্ন), সিআর-২৫৩/২৩, মোঃ মাহাবুর বিশ্বাস,পিতা-বরকত আলী বিশ্বাস,সাং-১ নং লক্ষীপুর (সারের মিলের পাশে), সিআর-২৫৪/২৩, ফারুক মল্লিক,পিতা-নুর মোহাম্মদ মল্লিক,সাং-লক্ষীপুর দক্ষিন (রাজন স্টোর ভাঙ্গা গেট সারের মিলের সামনে ),সিআর-২৫৩/২৩, কাজী মোঃ সোহাগ, পিতা-কাজী মোশারেফ হোসেন, সাং-লক্ষীপুর, সিআর-২৫৪/২৩, মঙ্গল দাস, পিতা- জোতিন দাস,সাং-চলিশিয়া, সিআর-২৫৪/২৩, নাজিম উদ্দীন,পিতা-শাহাজান বিশ্বাস,সাং-ধোপাদি চটপটি হাউজ, বালিয়াডাঙ্গা, সিআর-৬০/২৩ মোঃ রবিউল ইসলাম,পিতা-লিটন মোল্লা,সাং-হিদিয়া, জিআর-৩৫৩/১৭ মোঃ অহিদুল ইসলাম,পিতা-মৃত নুর ইসলাম,সাং- বুইকারা (ড্রাইভারপাড়া),সর্বথানা- অভয়নগর, জেলা-যশোর। সর্বমোট ১৬ জন আসামীর মধ্যে জিআর- ০৫, জন, সিআর-১১ জন। গ্রেফতারকৃত ১৬ জন আসামীকে বিচারের নিমিত্তে ইং-২১/০৭/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব এবিএম মেহেদী মাসুদ জানান আমাদের থানা এলাকায় পরোয়ানা তামিল সহ প্রতিনিয়ত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভয়নগর থানা পুলিশ সর্বদা জাগ্রত