1. mdsabbirzamader7@gmail.com : admin :
‘সমস্যা চিহ্নিত করে ব্যাংকিং খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা হবে’ - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

‘সমস্যা চিহ্নিত করে ব্যাংকিং খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা হবে’

ডেক্স রিপোর্ট
    Update Time : Tuesday, October 22, 2024
  • 29 Time View
‘সমস্যা চিহ্নিত করে ব্যাংকিং খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা হবে’

যশোরে কৃতি সন্তান আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করে সোমবার (২১ অক্টোবর) এ নিয়োগ দেওয়া হয়।

আনোয়ারুল ইসলাম মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রাম মৃত গোলাম হোসেন ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মুজিব সড়কের ষষ্ঠীতলা এলাকায় বসবাস করেন।

আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ায় আনন্দের জোয়ার বইছে।ব্যাংক খাতের সংস্কার নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংক খাতে ব্যাপক সংস্কার করার প্রয়োজন। অবকাঠামোগত সংস্কার ও কার্যক্রমগত সংস্কার করা হবে। আমার মূল লক্ষ্য হবে ব্যাংক খাতের সমস্যা চিহ্নিত ও দূরীকরণের মাধ্যমে এ খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা। যাতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক যথাযথ অবদান রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫