প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে একশ পার করে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটি আশা দেখাচ্ছে। ইনিংস হার এড়াতে করতে হবে আরও ১০১ রান। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-শান্ত অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৪২ রান।
যেখানে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন জয়, অপরদিকে ৩১ রানে আছেন মুশি। এই ইনিংস খেলতে যেয়ে ব্যাট হাতে প্রথম বাংলাদেশি হিসেবে একক কীর্তি গড়লেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম।
মিরপুর টেস্ট শুরুর আগে এই মাইলফলকে পা দিতে মুশফিকের দরকার ছিল ৩৯ রান। প্রথম ইনিংসে ব্যক্তিগত ১১ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হন। তবে দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ইনিংসে এই কীর্তি গড়েন তিনি।
ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এই নজির গড়েছেন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫,১৩৪ রানের মালিক তামিম ইকবাল। ১৩০ ইনিংসে ৪৬০৯ রান করে তিনে সাকিব আল হাসান। ১২৩ ইনিংসে ৪২৬৯ রান করে চারে আছেন মুমিনুল হক।
Leave a Reply