সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির গ্যালারিতে ভিন্ন দৃশ্য দেখা গেছে। প্রতিটি ম্যাচেই মাঠ ছিল দর্শকে ভরপুর। লাল বলের ক্রিকেটে এমনটা সচরাচর দেখা যায় না। উপচে পড়া দর্শকদের দেখে ভিন্ন এক ভাবনাই কাজ করেছে জয় শাহর মাথায়। দ্বি-স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পরিকল্পনা করে যাচ্ছেন এক মাস আগে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ভারতীয় এ ক্রিকেট কর্মকর্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এ সেক্রেটারির বিশ্বাস, জায়ান্ট দলগুলোর টেস্ট ম্যাচ দর্শক টানার ক্ষমতা বেশি।
Leave a Reply