পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতেরর ৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্ট শিক্ষার্থীরা প্লাস্টিক পরিষ্কার কর্মসূচি পালন করে আড়াই ঘন্টায় সর্বমোট ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ফুড প্লাস্টিক (রাপ্যার), পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক প্রোডাক্ট, বোতল, সিগারেট প্যাকেট, পরিত্যাক্ত মাছ ধরার জাল ইত্যাদি।
এ পরিছন্নতার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সহোযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস, সিইজিআইএস।,
ইয়ুথনেট পটুয়াখালী ও Animal Lovers Of Patuakhali-ALP । এতে মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
কুয়াকাটার দর্শনীয় স্থান গুলো খুব বেশি মাত্রয় আক্রান্ত এই প্লাস্টিক দূষনে। বিশেষ করে গঙ্গামতির চর, সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট, কুয়াকাটা জাতীয় উদ্যানের সম্মুখ দিক।
সব থেকে বেশি পাওয়া প্লাস্টিকের মধ্যে ছিলো খাদ্য দ্রব্যের সাথে সংশ্লিষ্ট প্লাস্টিক, যেমন চানাচুরের, চিপস, বিস্কুটের প্যাকেট ও পানীয়র বোতল।
স্থানীয় জনগন জানায়, পর্যটক রা অসচেতনতা বসত এই প্লাস্টিক গুলোকে সী বীচে ফালায়। আর দীর্ঘ দিনের এই অভ্যাসগত বিষয়গুলোর কারণে সমুদ্র সৈকত ভয়াবহ দূষিত।
তবে, এত বিপুল পরিমাণ প্লাস্টিকের উপস্থিতি প্লাস্টিক দূষনের ভয়াবহতার তীব্রতা প্রকাশ করে সমুদ্র সৈকতে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আরও বেশি ভয়াবহতার মধ্যে পড়বো।
আয়োজনে নেতৃত্ব দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব ও পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণবিদ, আশিকুর রহমান সমী।
সার্বিক সহযোগিতায় ছিলো পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, মো. জুবায়ের, আব্দুল হালিম মির্জা, দিপ্ত বিশ্বাস, মো. রাকিব হাসান, মো. নূর উদ্দীন, মো. রাজিব মিয়া। এছাড়াও ইয়ুথনেট পটুয়াখালী জেলা প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম , Animal Lovers Of Patuakhali – ALP এর সদস্য মোঃ বায়জিদ মুন্সি, মোঃ ইউসুফ রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজনে সমুদ্র সৈকেতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক সাধারণ মানুষকে সচেতন করা হয়।
Animal Lovers Of Patuakhali – ALP এর কলাপাড়া টিম লিডার বায়জিদ মুন্সি বলেন ,আমরা সংগঠন এর পক্ষ থেকে এমন মহৎ কাজের সাথে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করায় জনাব আশিকুর রহমান সমী স্যার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Leave a Reply