বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায় কৃষক সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সম্পাদক তোফিকুর রহমান উজ্জ্বল,আরো বক্তব্য দেন,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নাসির, উপজেলা বিএনপি সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী,উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী,শাহাদত হোসেন, মাহামাদুন নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, আলাউদ্দিন ও ওবাইদুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সহ-সভাপতি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক , জাফর আলী, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক, মোমিন হোসেন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
সমাবেশে বক্তারা বলেন এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে। এছাড়াও উপজেলা পৌর ওয়ার্ড ইউনিয়ন থেকে আসা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ২ শতাধিক কৃষকদলের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply