দিনাজপুরের খানসামার পৃথক পৃথক স্থানে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ছাত্র জনতার আয়োজনে খানসামা উপজেলার মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খানসামা বাজার প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ করে সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ইমাম ওলামা ঐক্য পরিষদের আয়োজেন উপজেলার পাকেরহাটের শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পাকেরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় শেষ করে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী ও জঙ্গি সংগঠন। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
তারা আরো বলেন, জঙ্গি সংগঠনের কথিত নেতাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। সেখানে কিছু ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। অতি দ্রুত হত্যাকারীদের বিচার চাই এবং ইসকন সংগঠনটির নিষিদ্ধের দাবি জানাই। ইসকন একটি হিন্দু উগ্রবাদী সংগঠন তারা চট্টগ্রাম আদালতে সাধারণ জনগণ ও আইনজীবীদের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় একজন এপিপি নিহত হয়েছেন। আমরা অতি দ্রুত আইনজীবী হত্যাকারী ইসকনকে নিষিদ্ধের দাবি জানাই।
এন/এস জেড
Leave a Reply