জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। এটি এমন একটি সংগঠন, যার মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য এবং থানা/উপজেলা, জেলা, কেন্দ্র সকল স্তরের আমীর নির্বাচিত হয় সকল স্তরের রুকনদের প্রত্যক্ষ ভোটে। এখানে পদ-পদবীর জন্য কোন প্রকার দলাদলি বা লবিং হয়না। এখানে পদে চেয়ে বা তদবির করে যেমন দায়িত্বশীল চেয়ার পাওয়া যায় না, ঠিক তেমনি দায়িত্ব চলে আসার পর পিছু হটারও সুযোগ নেই। সারাদেশের মতো নব নির্বাচিত মীরসরাই উপজেলার জামায়াতে ইসলামীর আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসকল কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার।
Leave a Reply