মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষ চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনের সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা। তাতে ২০২ রানের বড় লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
তাতে ১০১ রানে পিছিয়ে আছে টাইগাররা। ফলে তৃতীয় দিনে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। কিন্তু টাইগার পেসার হসান মাহামুদ বলছেন সংবাদ সম্মেলনে আসা দেখাচ্ছেন। তার ভাষ্যে, দক্ষিণ আফ্রিকাকে দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে লড়াই সম্ভব।
দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে ১০১ রান করেছেন টাইগাররা। শুরুতে দুই উইকেট হারিয়ে বসায় মনে হচ্ছিল আবারও দ্রুতই গুটিয়ে যাচ্ছে স্বাগতিকরা। জয় ও মুশফিক থিতু হয়ে দলীয় একশ পার করেছেন। এই প্রসঙ্গে হাসান বললেন, ‘তাদের জুটিটা লম্বা হোক সেটাই চাই। যতক্ষণ খেলা যায়। এরপর যারা আসবে তাদেরও দায়িত্ব থাকবে সেট হয়ে লম্বাসময় ক্রিজে কাটানো। মুশফিক ভাই ও জয় খুব ভালো ব্যাটিং করেছে।’
এখান থেকেও জয়ের জন্য লড়াই করা সম্ভব বলে মনে করেন হাসান। তিনি বলেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ম্যাচ জিততে ইনশাআল্লাহ। কাল তিন সেশন ব্যাট করা গেলে ৪০০ রান সম্ভব।’
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক পেসার খেলাচ্ছে বাংলাদেশ। হাসান প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। প্রোটিয়া দুই পেসারও বেশ সফল হয়েছেন।
কন্ডিশন অনুযায়ী বাংলাদেশের আরেকজন পেসার খেলালে ভালো হতো কিনা জানতে চাইলে হাসান বললেন. ‘আমাকে পিক করা হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো করার। এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার।’
Leave a Reply