পেসার নাহিদ রানাকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে সাউথ আফ্রিকা সিরিজের শেষ টেস্টটি খেলতে না পারা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস নেই। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে নেই বাঁহাতি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
টেস্টে ভালো করে টাইগারদের সাদা বলের ফরম্যাটের দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি পেসার ২২ বর্ষী নাহিদ রানা। সংযুক্ত আরব আমিরাতে হতে চলা সিরিজটি আফগানদের হোম সিরিজ। শুরু হবে ৬ নভেম্বর। নেতৃত্ব ছাড়তে চাওয়ার আলোচনার মাঝে যথারীতি অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্তই।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সকল ম্যাচ হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচটি ৯ নভেম্বর। ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
Leave a Reply