অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার মুখে রয়েছে। সোমবার জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা- ওসিএইচএ প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে বেঁচে থাকা বাসিন্দাদের জন্য খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে আমাদের সংকল্প সত্ত্বেও জীবন বাঁচাতে আমাদের প্রচেষ্টা ভেঙে পড়ার মুখে রয়েছে।’
তিনি জানান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ব্যবস্থাপনায় গাজায় খাদ্য সংগ্রহের স্থানে ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে।
গত রোববার জাতিসংঘের লোগোসংবলিত গাড়ি বহরে ইসরাইলি সেনাদের অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ার কথা জানান তিনি।
ফ্লেচার বলেন, ‘কোনো প্রকার শৃঙ্খলা নেই। ইসরাইলি বাহিনী আমাদের গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিতে হয় অক্ষম না হয় অনিচ্ছুক। ইসরাইলি কর্তৃপক্ষের বিবৃতিতে আমাদের কর্মীদের খলনায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে যদিও সামরিক বাহিনী তাদের আক্রমণ করেছে। আমাদের বহরে কাজ করা স্বেচ্ছাসেবকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
বিবৃতিতে ওসিএইচএ প্রধান জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান।
এদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৫৯তম দিন মঙ্গলবারে অব্যাহত হামলা চলছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৮৫ জনে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জনে।
Leave a Reply