ভারতের অভ্যন্তরে বাংলাদেশীর লাশ উদ্ধার নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি।
বিজিবি জানায়,সোমবার হবিগঞ্জের চুনারুঘাট থানার ডুলনা গ্রামের মরহুম মুনছুব উল্লার ছেলে মো: জাহুর আলীর (৫০) লাশ ভারতের আনুমানিক ০৩ কিলোমিটার অভ্যন্তরে খোয়াই থানার অন্তর্গত গৌড়নগর এলাকায় রাস্তার পাশে পাওয়া গেছে।
এলাকাবাসী জানান,জাহুর আলী বসুন্ধরাতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। উক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। সোমবার কোনো এক সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীন গুইবিল বিওপির মানিকভান্ডার নামক স্থানের মেইন পিলার ১৯৬৮/এম এর নিকট দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।
একই দিন আনুমানিক সকাল ১০টার দিকে স্থানীয় ভারতীয়রা খোয়াই থানার গৌড়নগর রাস্তার পাশে একটি লাশটি দেখে স্থানীয় খোয়াই থানায় খবর দেয়। খোয়াই থানা থেকে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে “মৃত” নিশ্চিত করে। উল্লিখিত ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট থানা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং কার্যক্রম শেষে লাশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সংশ্লিষ্ট বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে যোগাযোগ করে উপরিউক্ত তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply