মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৬ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের ঘুর্ণিতে গতকালই ৬ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে কাইল ভেরেইনা আজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন, তাঁর এই শতকেই অল আউট হওয়ার আগে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ৩০৮ রানে, লিড পায় ২০২ রানের। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩ ওভার শেষ না হতেই ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে সাদা পোশাকে ৩০০ উইকেট নেয়ার মাইলফলক গড়েছেন তিনি। প্রোতিয়া এই পেসারের করা প্রথম ওভারে ২ রান নেন ওয়এনার মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় ওভারে উইয়ান মুল্ডারের ওভারে আসে আরও ২ রান। তবে তৃতীয় ওভারে ঘটে বিপত্তি। রাবাদার করা দ্বিতীয় ওভারের প্রথম ওভারেই শর্ট লেগে টনি ডি জর্জির মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। এরপর ক্রিজে জয়ের সঙ্গীহন মুমিনুল হক।
অভিজ্ঞ মুমিনুল প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। একই ওভারের চতুর্থ বলে স্লিপে মুল্ডারের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে ০ রানে সাজঘরে ফিরতে হয় টাইগারদের সাবেক এই অধিনায়ককে। এরপর ক্রিজে জয়ের সঙ্গী হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪ রান, দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ১৯৭ রানে।
Leave a Reply