নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার মেয়েদের সাফম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ফাইনালে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আসরসেরা খেলোয়াড় হয়েছেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ফাইনালের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা পুরস্কার নিতে এসে বলেন, ‘আমার অনেক ভালো লাগছে। প্রথমবার আমি আসরসেরা খেলোয়াড় হয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না, এটা আমার স্বপ্ন ছিল।’
‘আমরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছি। আমার পরিবার আমাকে অনেক সমর্থন করেছে। তারপর বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থনের কারণেই আমরা আজকে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হতে পেরেছি।’
নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী মঞ্চে দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে লিড নেয় লাল-সবুজের দল। চার মিনিটের মধ্যে সেটি শোধ করে মহারণ জমিয়ে তোলে স্বাগতিক দল।
নির্ধারিত সময়ের শেষদিকে ঋতুপর্ণা চাকমার গোলে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনালসেরা ও আসরসেরা খেলোয়াড়ের তকমা ওঠে ঋতুপর্ণার ঝুলিতে।
Leave a Reply