যশোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতি ও বিএনপির ৩১ দফা নিয়ে খোলামেলা কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এসময় শিক্ষার্থীরা আগামী দিনে ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন, ছাত্রদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই।
সোমবার (২১ অক্টোবর) যশোর সিটি কলেজ, শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজ ও যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাভারন ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারানা তাবাসসুমের ক্যাম্পাস রাজনীতির পরিবেশে ও ছাত্রদলের শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে নাছির বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসির কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করছে ছাত্রদল। যারা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য পৃথক সেল গঠন করা হয়েছে।’
ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতির ধরন নিয়ে ছাত্রদল সম্পাদক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতির অবসান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতিচর্চার মধ্য দিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হতে পারেন, দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন। আমাদের বিশ্বাস, এর ফলে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের যাত্রা বেগবান হবে।
এসময় তিনি বিএনপির ৩১ দফার প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র সংস্কার করে বিএনপি কেমন রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় সে বিষয়েও শিক্ষার্থীদের অবগত করেন। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্রের প্রতিটি অর্গান পুর্নগঠনের বিষয়ে ছাত্রদল ও বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান তিনি।
এই ছাড়া যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি গুণগত মান পরিবর্তের তাগিদ দেন। ছাত্রলীগের মতামত চাপিয়ে দেওয়ার বিষয়টি শিক্ষার্থীরা আলোচনায় আনলে নাছির বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সম্মিলিত সিদ্ধান্তকে ছাত্রদল গুরুত্ব দেবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।
Leave a Reply