সোমাবার (১১নভেম্বর) সকালে জয়পুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত, চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম সুমন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি শরিফুল আলমের ছেলে।
সাইফুল ইসলাম সুমন গত ২০১৯ সালে লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে বই প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যায়। এরপর গত ৫ জানুয়ারি ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত১৬ সেপ্টেম্বর লোহাগড়া পৌর শাখা বিএনপির এক নেতা থানায় মামলা দায়ের করেন।
মামলায় সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০২ জন ও অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করা হয় । এ মামলার ৯নং এজাহারনামীয় আসামি জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সুমন কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply