1. mdsabbirzamader7@gmail.com : admin :
আদালত ষড়যন্ত্র মূলকভাবে স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন - Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ

আদালত ষড়যন্ত্র মূলকভাবে স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রবিন আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
    Update Time : Friday, October 25, 2024
  • 63 Time View
পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে স্থানান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে স্থানান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগনের ব্যানারে  আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও দলমত নির্বিশেষে পাচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগে জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা পরিচালনা করতে রাঙ্গাবালী উপজেলাবাসীকে ভয়াল আগুনমুখা নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা ও জেলা শহর পটুয়াখালীতে যেতে হতো।

এই দুর্ভোগ লাঘব করতে চলতি বছরের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উপজেলার চৌকি আদালতের  (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত) কার্যক্রম শুরু হয়।

কিন্তু এই আদালত স্থাপিত হওয়ার পর থেকে কিছু কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে জনসাধারণকে বিপদগামী করে লাভবান হওয়ার হীন চক্রান্তে লিপ্ত হয়।

প্রায় শত কিলোমিটার দূরত্বে রাঙ্গাবালীর এই আদালত জেলা শহরে  স্থানান্তরের অপচেষ্টায় লিপ্ত আছেন তারা।

 

এমনকি বিজ্ঞ চৌকি আদালত স্থাপনের পর এযাবৎকাল জেলা আইনজীবী সমিতি থেকে কোন ধরনের তদারকি বা খোজ খবর নেয়া হয়নি। ফলে এখানে পেশাগত কারনে উপস্থিত আইনজীবিদের জন্য পেশা সংশ্লিষ্ট প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয় না এবং তাদের চেম্বার পরিচালনারও ভাল  কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বক্তারা আরও বলেন,  এই আদালতের এখতিয়ারধীন মোকদ্দমাগুলো পূর্বের দায়িত্বপ্রাপ্ত গলাচিপা বিজ্ঞ সহকারী জজ আদালতের আওতা হতে রাঙ্গাবালী চৌকি আদালতে প্রেরণ করা হয়নি।

কুচক্রী মহল এই  উপজেলা থেকে সিনিয়র সহকারী জজ আদালত ষড়যন্ত্র মূলকভাবে অপসারণ করে জেলা শহরে পটুয়াখালীতে  নিয়ে যেতে না পারে এবং অনুমোদিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্রুত স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে একই দাবি তুলে আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের কাছে  স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © দৈনিক সত্যের কণ্ঠ- ২০২৫