হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে । আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন । তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান । ’
এমন ফোন কল আসে ‘ জাতীয় জরুরি সেবা ৯৯৯ ’- এ ।
মঙ্গলবার( ২৬ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশের একটি দোকান থেকে হৃদয় নামে একজন কল দিয়ে নিজেকে চোর দাবি করে গ্রেপ্তারের দাবি করেন ।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায় ।
সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় । ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে পিটুনি দেওয়া শুরু করে ।
সেখান থেকে কলারকে উদ্ধার করে পুলিশ ।
পিটুনিতে অসুস্থ হওয়ায় পুলিশ কলারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয় । পরে তাকে গ্রেপ্তার করে ।
উদ্ধার হাওয়া কলারের দাবি, তার নাম হৃদয়( ২৫) ।
বাবার নাম সোবহান । কদমতলী থানার মেরাজনগর ব্লক বি- এ বসবাস করেন তিনি ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন । এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং কলারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।