Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 14 August 2023
  • অন্যান্য

৭০ হাজার টাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সংবাদ প্রকাশের পর ব্যবস্থা

Google News

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রমানিক পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে বরাদ্দের দুইটি ঘর বিক্রির অভিযোগ পাওয়া যায় উপকার ভোগীদের বিরুদ্ধে। তারা স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার টাকায় ওই ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন বলে জানা যায়।

গত শনিবার (১২ আগস্ট) দৈনিক সত্যের কণ্ঠে “৭০ হাজার টাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি” শিরনামে একটি সংবাদ প্রকাশের পরে  আজ সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২.০০ টায়  দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার সরেজমিন গিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির বিষয়ের সত্যতা খুঁজে পায়।

 

আশ্রয়ণ প্রকল্পের বিক্রি করা ঘর দুটি কে তালা বন্ধ করে দেন তিনি। তিনি জানান,  ঘর বিক্রেতা শফিক ও তার স্ত্রী এবং মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মিন্টু ও তার স্ত্রী তাহেরার নামের ঘর দুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার আরও জানান, ভূমিহীন গৃহহীনের বাড়ি ঘর বেঁচা কেনার অপরাধে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রমানিক পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরকারিভাবে বরাদ্দের দুইটি ঘর বিক্রির অভিযোগ পাওয়া গেছে উপকার ভোগীদের বিরুদ্ধে। তারা স্ট্যাম্পের মাধ্যমে ৭০ হাজার টাকায় ওই ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন…………