Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 25 April 2024
  • অন্যান্য

৩ বাস কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমান

স্টাফ রিপোর্টারঃ
April 25, 2024 10:22 pm । ৩৯ জন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাড়া নির্ধারণ, ফিটনেস ও নবায়নযোগ্য কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন বাস কোম্পানিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) দুপুরে নোয়াখালীর চাটখিল পৌর শহর চাটখিল বাজারের মেইন সড়কে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গাড়ির ফিটনেসের কাগজপত্র নবায়ন না করায় ৩ টি বাস কোম্পানিকে (জননী, হিমালয়, আল বারাকা) ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ জন সিএনজি চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকাগামী বাসসমূহের ভাড়া ৫০০ টাকা নির্ধারন করে দিয়ে মুচলেকা গ্রহন করা হয়েছে।

এসময় মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, বিআরটিএর ইন্সপেক্টর ও তার টিম, চাটখিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।