বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা- ২০২৩ আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ।
বুধবার( ২৫ অক্তবর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নৌকাবাইচের বিস্তারিত তুলে ধরেন ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, নেজারত ডেপুটি কালেক্টরেট( এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হবে । আশা করা যায়, এ বছর ৪টি নারী ও ১৪টি পুরুষ মাঝিমাল্লার নৌকাসহ মোট ১৮টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং দূরদূরান্ত থেকে আগত দর্শকরা নৌকা বাইচ দেখে আনন্দ উপভোগ করবেন ।