Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 11 October 2023
  • অন্যান্য

১১টি বিভাগের মধ্যে রংপুর বিভাগ বিএসটিআই কার্যালয় প্রথম স্থানে

ডেক্স রিপোর্ট
October 11, 2023 4:53 pm । ১১৪ জন

ডেক্স রিপোর্টঃ

সাফল্যের ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয়ে বিএসটিআই প্রথম এবং বিএসটিআই’র ১১টি অফিসের মধ্যে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এপিএ ’ তে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে ।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ১২ টি সংস্থা/ দপ্তরের মধ্যে ২০২২- ২৩ এর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( এপিএ) তে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন( বিএসটিআই)৯৯.৭৮ পেয়ে গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে ।

আবার ২০২২- ২৩ অর্থবছরে বিএসটিআই’র আওতাধীন ১১( এগারো) টি অফিসসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে শতকরা৯৮.৮০ পেয়ে এপিএ তে পূর্বের ধারাবাহিকতায় বিএসটিআই প্রথম স্থান অর্জন করেছে ।

রংপুর বিএসটিআই অফিসের প্রথম স্থান অর্জন সম্পর্কে রংপুর বিএসটিআই’র বিভাগীয় উপপরিচালক( মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ জানান, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস জনস্বার্থে এই শ্রেষ্ঠত্বের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে ।

 

এজন্য তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায়- নিষ্ঠার সাথে সুচারুভাবে সুসম্পন্ন করতে অনুরোধ জানান । সেই সাথে অত্র বিভাগের সকল সরকারী ও বেসরকারী অফিস এবং স্টেকহোল্ডারসহ সাধারণ জনগণের আন্তরিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগীতা একান্তভাবে কামনা করেন ।