Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 29 July 2023
  • অন্যান্য

সোনাইমুড়িতে ৩টি ব্রীজের উদ্বোধন করলেন এইচ এম ইব্রাহিম

স্টাফ রিপোর্টারঃ
July 29, 2023 1:41 pm । ১১৬ জন

Google News

সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে নবনির্মিত ৩ টি ব্রীজের উদ্বোধন করলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।

২৯ জুলাই (শনিবার) বেলা ১১ টা থেকে তিনি পর্যায়ক্রমে এই ব্রীজগুলো উদ্বোধন করেন। নতুন উদ্বোধন করা ব্রীজগুলোর মধ্যে রয়েছে, জয়াগ রশিদিয়া আলিম মাদ্রাসার সংযোগ ব্রিজ, আমকি মিয়া বাড়ি রাস্তায় সংযোগ ব্রিজ, আমকি ম‌হিলা আ‌লিম মাদ্রাসার রাস্তায় সংযোগ ব্রিজ।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম বাবুল বাবু, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান ভিপি লিটন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সোনাইমুড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, সোনাইমিড়ী উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসব ব্রীজ নির্মাণের ফলে দুটি মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াতের পথ পথ সুগম হল।

ব্রীজ গুলো উদ্বোধনের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এইচ এম ইব্রাহিম এমপি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এজন্য আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই।