গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বাজারে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেট এর নিকট কালো কাপড়ের গাট্টির ভিতরে থাকা পত্রিকা দিয়ে পেচানো দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ ।
এ বিষয়ে শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এমন তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) ইবনে মিজান ।
প্রেস ব্রিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ৮ জুন বিকেলে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিক এর পুত্র তারা মিয়া ও একই জেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে জহুরুল ইসলাম রকেট এর নিকট পৃথক দুটি বান্ডিলে পঞ্চাশটি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো তল্লাশী করে ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে । যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা । এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার( শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে, এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর নূর আলম সিদ্দিক, ইন্সপেক্টর তদন্ত সেরাজুল হক প্রমুখ ।