At bagon.la you can Buy webshells, phpmailer, Combo list
সিরাজগঞ্জে পিকআপ- ট্রাক সংঘর্ষে নিহত ৪ - দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 1 July 2023
  • অন্যান্য

সিরাজগঞ্জে পিকআপ- ট্রাক সংঘর্ষে নিহত ৪

Google News

সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিক- আপের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন ।

বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, ‘ আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগামী ও বনপাড়াগামী গরুর পিকআপটি হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে মুখমুখী সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন । আহত হন আর দুইজন । ’

এসময় পিকআপে থাকা তিনটি গরুও মারা যায় বলে জানান ওসি বদরুল কবির ।