বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা কমিটির সহ-সম্পাদক, অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি,তরুণ সাহসী সাংবাদিক মোঃ আবুল বাসার (জীবন) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি হার্টের সমস্যা জনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন,, হটাৎ গতকাল ২৬ জুলাই দুপুরে তিনি আবারো বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শাররিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ঐ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সামান্য সুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
পারিবারিক তথ্যমতে জানা যায় তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। চিকিৎসা চলছে। হটাৎ করে গতকাল বুকে যন্ত্রণা বেশি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন । ডাক্তারের তত্বাবধানে ও পরামর্শ, অনুযায়ী বাসায় তার চিকিৎসা চলছে। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি চলছে।
সকলে তার জন্য দোয়া করবেন। মহান রাব্বূল আলামিন যেন তাকে সূস্থতা দান করেন।