অবশেষে বহুল আলোচিতর মধ্যে দিয়ে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে পঞ্চগড়ে ।
পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর তিস্তা পাড়া গ্রামের মন্তাজ আলীর বাড়ি থেকে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহামুদুল আলম বাবু চেয়ারম্যান সহ আটক করেছেন ৩ জন কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ।
স্থানীয় সূত্র জানায় গেছে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯ থেকে ১০ টার মধ্যে বাবু চেয়ারম্যান ও তার দুই সঙ্গী সহ চর তিস্তা পাড়ায় মন্তাজ আলীর বাড়ি আসেন । এবং মন্তাজ আলীর বাড়িতে রাত কাটায় ।
শনিবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি মাহামুদুল আলম বাবু ও তার দুই সহযোগী কে গ্রেফতার করে ।
ঘটনা স্থলে গিয়ে এ বিষয়টি করেছেন ১ নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ।