Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 17 June 2023
  • অন্যান্য

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি পঞ্চগড়ে গ্রেফতার

Google News

অবশেষে বহুল আলোচিতর মধ্যে দিয়ে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে পঞ্চগড়ে ।

পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর তিস্তা পাড়া গ্রামের মন্তাজ আলীর বাড়ি থেকে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহামুদুল আলম বাবু চেয়ারম্যান সহ আটক করেছেন ৩ জন কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ।

স্থানীয় সূত্র জানায় গেছে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯ থেকে ১০ টার মধ্যে বাবু চেয়ারম্যান ও তার দুই সঙ্গী সহ চর তিস্তা পাড়ায় মন্তাজ আলীর বাড়ি আসেন । এবং মন্তাজ আলীর বাড়িতে রাত কাটায় ।

শনিবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭১ টেলিভিশন চ্যানেলের বকশীগঞ্জ উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি মাহামুদুল আলম বাবু ও তার দুই সহযোগী কে গ্রেফতার করে ।

ঘটনা স্থলে গিয়ে এ বিষয়টি করেছেন ১ নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ।