Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 21 June 2023
  • অন্যান্য

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে চাটখিলে মানববন্ধন

স্টাফ রিপোর্টোরঃ
June 21, 2023 11:24 am । ১১১ জন

Google News

সাম্প্রতিক ঘটে যাওয়া সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের বিচারের দাবিতে, প্রতিবাদ উত্তালে সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন করা হয়েছে ।

বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা প্রতিনিধি, ৭১ টিভি বকশীগঞ্জ সংবাদদাতা ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িত দের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

নোয়াখালী জেলার চাটখিলায় উপজেলা সড়কে ২১ জুন( মঙ্গলবার) বেলা ১১টায় মানববন্ধন প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
কামরুল ইসলাম কানন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদারুল আলম, নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক প্রকাশক নুর আলম ।

বক্তব্য সাংবাদিকরা নাদিম হত্যার জড়িতদের বিচারের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান ।