Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 4 August 2023
  • অন্যান্য

সম্মানহানীর জেরে স্ত্রীকে হত্যা সাবেক ইউপি চেয়ারম্যানের

Google News

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা ফারহানা আক্তার চুমকিকে (৩৫) হত্যার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন আসামি গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের বিষয়টি তুলে ধরেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (৫০) এবং তাঁর সহযোগী একই উপজেলার বয়রা-ছাতিনালী গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে এমদাদুল হক (৪৮) ও মাইক্রোচালক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে এমদাদুল হক (৪৫)।

নিহত ফারহানা আক্তার চুমকি জয়পুরহাট সদর উপজেলার মধ্যদড়িপাড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ সুপার বলেন, নিহত চুমকির প্রথম স্বামীর সঙ্গে সংসার চলা অবস্থায় ২০২২ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে চুমকি তাঁর স্বামী এজাজুল হক ওরফে সনিকে তালাক দিয়ে ওই চেয়ারম্যানকে বিয়ে করেন। নিহত চুমকিকে বিয়ে করায় সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন হতে থাকেন আব্দুর রাজ্জাক। সে কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুমকিকে ঘোড়াঘাটে নিয়ে যাওয়ার কথা বলেন চেয়ারম্যান রাজ্জাক।

নিহত চুমকি তাঁর কথায় রাজী হলে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) নিহত চুমকিকে পাঁচবিবি উপজেলা থেকে ভাড়া করা মাইক্রোবাসে করে নিয়ে আসে গাড়িটির চালক এমদাদুল। এরপর পৃথক পৃথক জায়গা থেকে হত্যাকারী চেয়ারম্যান এবং তাঁর সহযোগীরা গাড়িতে উঠে। তাঁরা চুমকিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় নিয়ে আসে এবং গাড়ির মধ্যেই গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর চুমকিকে খারাপ মেয়ে আখ্যায়িত করতে কথিত পতিতা এলাকা মোজামের আমবাগানে মরদেহ ফেলে রেখে চলে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পর থেকেই পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশনায় দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার দিনাজপুরের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া এলাকায় মোজামের আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত হলে নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।