Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 19 January 2024
  • অন্যান্য

শিশুদের নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করবেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
January 19, 2024 8:55 pm । ৪৮ জন
ফাইল ছবি

এবার দেশের চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল নির্মাণ করতে যাচ্ছেন শিশুদের উপযোগী সিনেমা। তিনি শিশুদের জন্য দুটি চলচ্চিত্র নির্মাণ করবেন। আগামী মাসের প্রথম দিকে সিনেমা দুটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিপজল। সিনেমা দুটির নাম ঠিক করা হয়নি। ডিপজল জানান, সিনেমা দুটির গল্প শিশু কেন্দ্রিক হলেও এর নির্মাণ কাজ হবে বড় ক্যানভাসে। এর গল্পে যেমন থাকবে শিশুদের আবেগ, অনুভূতি ও শিক্ষণীয় বিষয়, তেমনি থাকবে কমার্শিয়াল ফ্লেভার। সিনেমা দুটি সবশ্রেণীর দর্শকের জন্য অন্যরকম হয়ে উঠবে। ‘চাচ্চু’ সিনেমার মতো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকটা এ ধারার হলেও ‘চাচ্চু’ সিনেমা থেকেও আরও বড় কিছু হবে। আমি ‘চাচ্চু’ নির্মাণ করেছিলাম এক শিশুর আবেগ-অনুভূতি নিয়ে। সিনেমাটি সুপারহিট হয়েছিল। এটি সবার জানা। এবার যে দুটি সিনেমা নির্মাণ করছি, তার গল্প একেবারে ভিন্ন এবং অনেক বড় পরিসরের। দুটির গল্প লিখেছেন ছটকু আহমেদ। সবাই জানেন, তার চিন্তা-ভাবনার গল্পের সিনেমা বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয়। এবারও তার ব্যতিক্রম হবে না। দুটি সিনেমায়ই চমক থাকবে। সিনেমা দুটিতে আমার উপস্থিতিতেও থাকবে চমক। আর যে শিশুকে নিয়ে গল্প তৈরি হয়েছে, সে চরিত্রে অভিনয়ের জন্য নতুন একটি বাচ্চাকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন, আমি মনে করি, চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের আনন্দ ও শেখার বিষয় রয়েছে। তাদের জন্য বড় ক্যানভাসের সিনেমা হয় না বললেই চলে। ‘চাচ্চু’ সিনেমার পর এ ধরনের সিনেমা নির্মিত হয়নি। সে সময় এ সিনেমা নির্মাণ করে প্রমাণ করেছিলাম, শিশুদের নিয়ে সিনেমা নির্মাণ করলে তা সবশ্রেণীর দর্শক দেখে। এবারও আমি আমার জায়গা থেকে, শিশুদের পাশাপাশি সবশ্রেণীর দর্শকের জন্য সিনেমা দুটি নির্মাণ করছি। দর্শক জানেন, ডিপজলের সিনেমা মানে ভিন্ন কিছু এবং তারা তা চান। তাদের এ প্রত্যাশা পূরণ করতেই সিনেমা দুটি নির্মাণ করছি। আগামী মাসের প্রথম দিকে মহরতের মাধ্যমে সিনেমা দুটির নাম ও শিল্পীদের নাম প্রকাশ করব। সব ঠিকঠাক থাকলে সিনেমা দুটির একটি রোজার ঈদে চমক হিসেবে মুক্তি দেব।