At bagon.la you can Buy webshells, phpmailer, Combo list
'শিরোনাম' নিয়ে ব্যস্ত অনিক বিশ্বাস - দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য

‘শিরোনাম’ নিয়ে ব্যস্ত অনিক বিশ্বাস

Google News

এবার নতুন সিনেমা নিয়ে আসছে তরুন চলচ্চিত্র নির্মাতা অনিক বিশ্বাস। সিনেমার নাম ‘শিরোনাম’। যদিও এই পরিচালক একটু অন্তরালে থাকতে বেশী স্বাচ্ছন্দবোধ করেন। তবে এবার একবারে শিরোনাম নিয়ে সামনে আসছেন এই স্টাইলিশ নির্মাতা।

নির্মাতা অনিক বিশ্বাস জানান, ভিন্টেজ মাল্টিমিডিয়া এর ব্যানারে ‘শিরোনাম’ নামে একটি নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছি।

তিনি আরও জানান, ছবির চিত্রনাট্য অনুযায়ী লোকেশন দেখা, শিল্পী বাছাই এবং প্রি – প্রডাকশান প্রায় সম্পন্ন।

সিনেমাটিতে কারা থাকছেন জানতে চাইলে শুধু এটাই জানান, সময়ের জনপ্রিয় সব শিল্পীতে ভরপুর থাকছে। তবে জুটি হিসেবে কারা থাকছেন সেটা খুব শীঘ্রই দেশে ফিরে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে বলে জানান নির্মাতা। সিনেমার কাজেই তিনি এখন ভারতে অবস্থান করছেন।

‘শিরোনাম’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন মোহাম্মদ জামির হোসেন। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। জানাগেছে, শিরোনাম চলচ্চিত্রটির শুটিং বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল এবং লন্ডনে করা হবে।