Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 13 May 2024
  • অন্যান্য

শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ছোট্ট একটি পুকুরের পানিতে ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নাবিয়া আক্তার উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে ট্রাক চালক নায়েব আলীর মেয়ে।

 

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।

 

নানা পুটু মিয়া জানান, ৮ বছর বয়সি এক নাতি এবং ৩ বছর বয়সি নাতনিকে নিয়ে তার মেয়ে গত শনিবার তার বাড়িতে বেড়াতে আসেন। মেয়ে জামাই আন্তজেলা ট্রাক চালক হওয়ায় ট্রাক নিয়ে বাহিরে আছেন।

সোমবার দুপুরে শিশু নাতনিকে বুকের দুধ খাইয়ে তার মা বাড়ির বাহিরে যান। কিছুক্ষন পর বাড়িতে ফিরে শিশু কন্যাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশু কণ্যাকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন।

 

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হচ্ছে।