নাটোরের লালপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২সেপ্টেম্বর-২৩) বিকালে পুনে ৪ টার দিকে উপজেলার বেয়ালিপাড়া গ্রামে এঘটনা ঘটে। আবির উপজেলার মুড়দহ গ্রামের আক্তারুলের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার বোয়ালিপাড়া কাছিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার অনুষ্ঠান চলাকালীন অসতর্কতা বসত বিদ্যুৎস্পর্শ করে আবির। পরে প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হচ্ছে ও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।