Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 14 September 2023
  • অন্যান্য

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে  রাউতনগর (মধ্যপাড়া) গ্রামে সাপের কামড়ে জেসমিন আক্তার  (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ।
জানা গেছে, জেসমিন রান্না ঘরে রান্না  করার জন্য খরের ঘর থেকে ভূর্টার ডাটা আনতে গেলে সেখানে তাকে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাঁড় ফুক করা হলে অবস্থা অবনতি হলে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কর্মরত ডাক্তার এন্টিভেনম ভ্যাকসিন না থাকাই দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল  কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়। পথি মধ্যে  জেসমিনের মৃত্যু হয়।
এ বিষয়ে টিএইচ ডা.আব্দুস সামাধ চৌধুরী মুঠো ফোনে জানান আমাদের এখানে এন্টিভেনম ভ্যাকসিন না থাকায় অনেক রুগিকে আমাদেরকে রেকর্ড করতে হয় তবে আমরা ভ্যাকসিন বিষয়ে তালিকা পাঠিয়েছি।