Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাFriday , 16 June 2023
  • অন্যান্য

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত- ১

Google News

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী টু নেকমরদ মহাসড়কে টেকিয়া( মহেষপুর) নামক স্থানে গরুবোঝায় নছিমনের দুর্ঘটনায় তরিকুল ইসলাম( ৩৫) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছে । নিহত ব্যাক্তি উপজেলার বলিদ্বারা শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।

জানা গেছে, শুক্রবার( ১৬ জুন)
সকাল ১০টায ় দিকে গরুসহ নছিমনটি রাণীশংকৈল থেকে লাহাড়ী হাটের উদ্দেশ্যে যাচ্ছিল । গরুবাহী নছিমন গাড়িটি অপরদিক থেকে আসা ট্রাক ক্রসিং করার সময় রাস্তায় থাকা ধানের নাড়ায় নছিমনটির চাকা উটে গেলে পাল্টি খেয়ে দূর্ঘটনায় একজনের মৃত্যু হয় । এসময় আহত হয় আরও প্রায় ৪ জন । এ সময় স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিস এসে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ।

আহতরা হলেন, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের কুমুরিয়া গ্রামের বদিরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান( ৩৫) জওগাঁও গ্রামের কুসুমউদ্দিনের ছেলে আকবর( ৫৫) একই গ্রামের হাকিমের ছেলে জোয়া আলী( ৪০) ।

রাণীশংকৈল হাসপাতালের আবাসিক ডাক্তার ফিরোজ আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেন ।
এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে ।