Dainik Sotter Kontho- দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 21 August 2023
  • অন্যান্য

রাঙ্গাবালীতে জাগোনারী প্রকল্পের উদ্যোগে নেপিয়ার ঘাস চাষের প্রশিক্ষণ

দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে প্রাণিখাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে আমদানিনির্ভর দানাদার খাদ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে উন্নত জাতের ঘাস চাষে গুরুত্ব দিচ্ছে সরকার। আমন মৌসুম সহ সারাবছরে ঘাসের সংকট ঠেকাতে ও নির্বিঘ্নে ঘাস চাষ করাসহ নানারকম প্রশিক্ষণ দেয়া হয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে। এই সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বেশ কিছু খামারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এবিএম আব্দুল মান্নান হাওলাদার সহ (জাগো নারী) প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শ্যামল রায়
সিনিয়র প্রকল্প কর্মকর্তা মো: ফরিদ উদ্দিন , ফিল্ড ফ্যাসিলেটর শিরিন সুলতানা।

এই সময় খামারীদের অনাবাদী ও পতীত জমিতে উন্নত জাতের অধিক ফলনশীল নেপিয়ার ঘাস চাষ এর সকল পদ্ধতি শেখানোসহ তাদেরকে শীঘ্রই নেপিয়ার ঘাসের কাটিং দেয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,বাংলাদেশে চাষ হয় এমন ঘাসের মধ্যে নেপিয়ার খুব পরিচিত একটু ঘাস। রাঙ্গাবালীর মাটি ও জলবায়ু এ ঘাস চাষের জন্য উপযোগী। নেপিয়ার উচ্চপুষ্টি মান ও উচ্চমূল্য হওয়ায় এই ঘাস চাষ করে চাষিরা নিজেদের গবাদিপশুর খাদ্যের যোগানের পাশাপাশি নিজেদের আয় বৃদ্ধি করতে পারে। উপকূলীয় প্রান্তিক জনগণের জন্য বিকল্প আয়ের অন্যতম উৎস হতে পারে নেপিয়ার ঘাসসহ অন্যান্য উচ্চফলনশীল ঘাস৷