Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য

রাঙ্গাবালীতে চুরি হওয়া গরুসহ হাসান প্যাদা নামে এক ব্যক্তি আটক

Google News

শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার গহীনখালী হাটে চুরি করা গরু বিক্রির সময় হাসান প্যাদা (২৮) কে আটক করা হয়।

পরে রোববার (২৩ জুলাই) সকালে রাঙ্গাবালী থানায় মামলা হলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হাসান প্যাদা আমলীবাড়িয়া গ্রামের মোশাররফ প্যাদার ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গাবালীর কাউখালি গ্রামের রুহুল আমিন হাওলাদারের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। চুরি করা গরুটি বিক্রি করতে গহীনখালী হাটে নেয় হাসান প্যাদা। এসময় হাসানের আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয়রা বুঝতে পেরে তাকে আটক করে। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে হাসান।
স্থানীয় লোকজনের কাছে জানা যায় গরু চুরি, ডাকাতি ও জমি নিয়ে বিরোধের জেরে প্রায় সময়ই বিভিন্ন লোকজনকে প্রাননাশের হুমকিসহ নানারকম অপরাধ মূলক কার্যক্রমে তিনি জড়িত।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, অভিযুক্ত হাসান প্যাদা পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়াও রাঙ্গাবালী থানায় যতগুলো গরু চুরির অভিযোগ এসেছে আমরা চোরসহ গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি।