At bagon.la you can Buy webshells, phpmailer, Combo list
যশোর অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সত্যের কণ্ঠ
Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 1 July 2023
  • অন্যান্য

যশোর অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Google News

যশোরের অভয়নগরে পবিত্র ঈদুল আজহার পরদিন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । এদিন বিকেলে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।

রোমান স্মৃতি সংঘের সৌজন্যে খেলায় অংশগ্রহণ করে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ । নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ালে অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ৩- ২ গোলে পরাজিত করে । অবিবাহিত দলের পক্ষে সুমন, রাজু, সাদ্দাম একটি করে গোল করেন । বিবাহিত দলের পক্ষে সোহান ও রাকিব দুইট গোল করেন ।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর- ১( শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন । এসময় বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম ।

আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম মহলদার । সভাপতিত্ব করেন রোমান স্মৃতি সংঘের সভাপতি রকিবুল ইসলাম । ধারাভাষ্যে ছিলেন জামিরা কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস । খেলা পরিচালনা করেন বাদশা ফয়সাল । ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অবিবাহিত দলের আকাশ ।

dsk tv