কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ই আগষ্ট) বিকাল আনুমানিক ৩ টার সময় তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে ৷
নিহত যুবক বলদিয়া ইউনিয়নের কেদার গ্রামের গোলজার হোসেনের পুত্র মেহেদী হাসান ফারুক (২৪)৷
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায় ৷ তার বাবা গাড়ি কেনার জন্য টাকা দিবে বলে তাদের নিজের সুপারী বাগান বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করে। বাকি টাকা সংগ্রহ করেতে কয়েক দিন সময় লাগবে বলে। সে আজকেই বাইক কিনে দিতে হবে বলে জানায়। আজকের মধ্যে বাইক কিনতে না পেয়ে বাবার ওপড় অভিমান করে তার নিজ ঘরে গিয়ে ঘরের ধরনার সাথে রশি বেধে আত্মহত্যা করে৷
তার পড় তার মা দেখতে পায় যে তার ছেলে ঘরের ভিতর ঝুলে আছে ৷ তার মায়ের চিৎকার শোনে এলাকা বাসী ছুটে আসে ঘরের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঝুলন্ত দেহ৷ রশি কেটে নামানোর পড় দেখতে পায় সে মারা গেছে। এতে তাদের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে ৷
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
কচাকাটা থানা সুত্রে জানা যায় আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।