আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে যোগ দিয়েছেন ।
মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতাদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গীপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান ।
যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন । হিরো আলম বলেন, প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন । নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয় ।
উল্লেখ্য, গত ১৭ই জুলাই ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম । সেখানে তিনি নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন । এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া- ৪( কাহালু- নন্দীগ্রাম) ও বগুড়া- ৬( সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন ।
এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন ।