চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী ৩জন যুবকের মৃত্যুর হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর উপজেলার কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। ওই মোটর সাইকেলে ৪ জন আরোহী ছিলো। অন্য আরোহী গুরতর আহত হওয়ায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে আহতজন ও নিহত দুইজনের বাড়ি মীরসরাইয়ের ১৬ নং ইউনিয়ন শাহেরখালীতে, অপরজনের বাড়ি ১৫ নং ইউনিয়নের হাদি ফকির হাটে বলে জানান স্থানীয়রা।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, স্থানীয় লোকজনের থেকে বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ ও একজনকে আহত অবস্থায় পাই। তবে তাদের নিশ্চিত পরিচয় পাওয়া যায় নাই।
ঢাকা-চট্রগ্রাম হাইওয়েতে মটর সাইকেল দূর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পাই তিনজন মোটর সাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে এবং পাশেই চতুর্থজন গুরুতর আহত হয়ে কাতরাচ্ছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।