Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাTuesday , 25 July 2023
  • অন্যান্য

মীরসরাইয়ে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

Google News

 

মীরসরাইয়ে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস ও মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২৪জুলাই, ২০২৩ খৃ. সোমবার বিকেলে মীরসরাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সমন্বয়ে উপজেলার মীরসরাই বাজার ও মিঠাছড়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে অনিয়ম ও দূর্নীতির দায়ে দুইটি বাজারে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত মীরসরাই বাজারের মেসার্স জ্যোতি স্টোর এবং মিঠাছড়া বাজারে মেসার্স দত্ত স্টোরে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন কেক, বিস্কুট পণ্য বিক্রয় বিপনন করায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গোরি ও ডিউ ব্র্যান্ডের কসমেটিকস পণ্য এবং খাদ্যপণ্যের জন্য কাপড়ে ব্যবহার্য নন ফুড গ্রেড কালার বা ডায়িং কালার ধ্বংস করা হয়। মীরসরাই বাজারের মেসার্স রসমেলা সুইটস, মিঠাছড়া বাজারে রুহুল আমিন ট্রেডার্স, মিঠাছড়া বাজারে নজির নকশী ভান্ডারে বেকারি পণ্য, সরিষার তেল ও বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত মোড়কজাত পণ্য বিক্রয় করার ব্যবস্থা করায় ও পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ টি মামলা দায়ের করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।