ইদানিং সময়ে বিভিন্ন বয়সি মানুষের আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। কখনো পারিবারিক কলহ, কখনো ঋণের চাপ, কখনো সামাজিক হেয় করণ আবার কখনোবা শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়। এবার চট্টগ্রামের মীরসরাইয়ে দাখিল পরীক্ষার ফল প্রকাশের মাত্র দু’দিন আগে সুমাইয়া বিনতে কালাম (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২৬ জুলাই ২০২৩ বুধবার বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়কমলদহ এলাকার উকিল বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারী সুমাইয়ার বাবা ওই বাড়ির আবুল কালাম একজন প্রবাসী । সে ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবারের ২০২৩ খৃ. এর দাখিল পরীক্ষার ফলপ্রার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮ জুলাই ২০২৩ শুক্রবার এবারের দাখিল ও এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা।
নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মৌমিন হোসেন বলেন, বুধবার বিকেলে পরিবারের সবার অগোচরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া বিনতে কালাম আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সুমাইয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে যে বুধবার ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকায় তার মা তাকে বকাঝকা করেছেন। ওই অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তারা নিশ্চিতভাবে কিছুই বলতে পারেন নি।
মীরসরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।