Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 6 November 2023
  • অন্যান্য

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
November 6, 2023 2:10 pm । ৮৯ জন

Google News

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

 

সোমবার (৬ নভেম্বর) আনুমানিক সকাল ৮:০০ ঘটিটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম ফরিদ আহমেদ। সে মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে বিএসআরএমের একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ট্রেনের ধাক্কায় বৃদ্ধ মারা যেতে পারে। তার মাথায় খুবই গভীর আঘাত লেগেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম জানান, ফরিদ আহমেদ মানিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে হাঁটতে গিয়ে বিএসআরএম কারখানার একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার কথা নিশ্চিত করে মীরসরাইয়ের চিনকি আস্তানা রেল স্টেশনের মাস্টার সিরাজুল ইসলাম বলেন, আমি একাডেমিতে রয়েছি। তবে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি মৃত্যুর বিষয়টি জেনেছি।

সীতাকুণ্ড জিআরপি উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় নিহতের সংবাদে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে আইনি হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন উপস্থিত আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের হাতে লাশ হস্তান্তর করা হবে।