মীরসরাইয়ের মধ্যম তালবাড়িয়া এলাকার এমএইচবিআই এবং করেরহাটের সামনের খিল এলাকার এমরানী অটো ব্রিক্স নামক ইট ভাটায় অভিযান চালানো হয়েছে।
মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এর নের্তৃত্বে পরিচালিত ও-ই অভিযানে এসময় ইট ভাটা স্থাপনের লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং অবৈধভাবে কৃষি জমির উপরের স্তরের পলি মাটি ইটভাটায় ব্যবহারের দায়ে এমএইচবিআই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ওই একই অভিযানে করেরহাটের এমরানী অটো ব্রিক্সকে ইটভাটার নিকটবর্তী পাহাড় এবং কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি কোন লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে ব্যর্থ হয়। লাইসেন্স কিংবা অনুমোদন ব্যাতিত ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এমরানী অটো ব্রিক্সকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন এবং উক্ত অভিযান পরিচালনায় মীরসরাই থানা পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।