Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাSaturday , 2 September 2023
  • অন্যান্য

মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার : ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ডেক্স রিপোর্ট
September 2, 2023 3:21 am । ১৯৩ জন
ছবি: সংগৃহীত

Google News

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন ।

বৃহস্পতিবার( ৩১ আগস্ট) ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগারের আদালতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার আবেদনটি করা হয় ।

এজাহারে বাদী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ করেন, গত ২৭ আগস্ট মেহেদী হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন । সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের । আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ । দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি । সেই পোস্টে মেহেদী হাসান আরও লিখেন, “ সাব্বাশ ফখরুল নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল । ”

উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।