Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাMonday , 30 October 2023
  • অন্যান্য

মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র ফাতেহা, ই, ইয়াজদাহুম উদযাপিত

মালদ্বীপ সংবাদদাতা
October 30, 2023 2:09 pm । ১৩৩ জন

১১ রবিউস সানী ফাতেহা-ই-ইয়াজদাহম। ফাতেহার অর্থ মহান ওলী আউলিয়া তথা মনীষীগণের জন্য দোয়া। আর এদিনে ওলীকুল শিরমণি তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ,  কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত শেখ মুহিউদ্দীন বড়পীর আবদুল কাদের জিলানীর (রহ.) ইন্তেকালবার্ষিকী। এ দিবসটি সমগ্র বিশ্বে, বিশেষ করে ভারত উপমহাদেশের ধর্মপ্রাণ  মুসলিম ও তরিকত পন্থী আলেম-ওলামা ও পীর মাসায়েখদের কাছে  অতীব তাৎপর্যপূর্ণ
দিবসটি উপলক্ষে  ইসলাহ্ ও আত্মশুদ্ধি মূলক দ্বীনী সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে অন্যান্য  বছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  আলোচনা দোয়া, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার ( ২৭ ই অক্টোবর) রাত আটটায় মালদ্বীপে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও মালদ্বীপ প্রবাসী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে আলোচনা পেশ করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সাবেক সভাপতি প্রবাসী ইমাম ও খতিব  মাওঃ মোঃ তাজুল ইসলাম  ও প্রবাসী ইমাম মোঃ এনায়েত হোসেন। মাহফিলে বক্তাগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে অলি আউলিয়াদের দেখানো পথ ও কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা  করার জন্য আহ্বান জানান।
মাহফিলে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান কালাম,  মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী আশ্রাফের নেতৃত্বে অসংখ্য প্রবাসী পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পরিশেষে মাহফিলে আগত সকল মুসল্লিদের সুস্বাস্থ্য মঙ্গল,ও সকল কবরবাসীর রুহের কামনা এবং অলি আউলিয়াদের নেক নজর, রুহানী তাহাজ্জু ও ফয়েজ  নসিবের জন্য বিশেষ মোনাজাত  পরিচালনা করেন,মা-ও মোঃ তাজুল ইসলাম।