Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাWednesday , 29 November 2023
  • অন্যান্য

মনোনয়নপত্র দাখিল করেছেন এইচ এম ইব্রাহিম

স্টাফ রিপোর্টারঃ
November 29, 2023 1:47 pm । ১৭৩ জন

Google News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম।

২৯ নভেম্বর (বুধবার) দুপুর ১টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র জমাদেন এইচ এম ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ।

 

প্রসঙ্গত, এইচ এম ইব্রাহিম গত দুই মেয়াদে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

dsk tv