Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নবাগত এসপির যোগদান ও সদ্য সাবেক এসপি’র বিদায়

আহসান, বরিশাল ব্যুরো
July 20, 2023 10:34 am । ৯৭ জন

Google News

সরকারি নিয়মানুযায়ী পুলিশ বাহিনীর কোন পুলিশ সুপার বদলি জনিত কারনে অন্যত্র চলে গেলে তাকে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে বসিয়ে তার অধিনস্ত কর্মকর্তাগণ দড়ি বেঁধে গাড়িটিকে টেনে বিদায়ী কর্মস্থল ত্যাগ করাবেন।

 

বুধবার(১৯ জুলাই) দুপুরে সেই নিয়মেই বিদায় দেয়া হলো ভোলার সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে। দুপুর ২টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে দেখা যায় ভোলায় নিয়োগ প্রাপ্ত নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান(বিপিএম) কে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান ভোলা পুলিশের বিদায়ী এসপি সহ সকল কর্মকর্তাগণ। বেলা.৩টার দিকে নতুন এসপি প্রবেশ করার পর প্রথমে দুই এসপি একান্ত আলাপে প্রায় ৩০ মিনিট সময় কাটানোর পর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অফিসিয়াল ভাবে বিদায়ী এসপি নবাগত এসপির নিকট দায়ীত্বভার হস্তান্তর করেন।

 

এ সময় নবাগত এসপিকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান ও ভোলা জেলার সকল থানার ওসিগণ। অফিসিয়াল আনুষ্ঠানিকতার পর দুই এসপিকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং নবাগত এসপি ভোলা পুলিশ সুপার পদে অধিষ্ঠিত হন। পুলিশ কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অস্থায়ী মুরালে বিদায়ী এসপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নবাগত এসপি নিজ কার্যালয়ের ভিতর প্রবেশ করলেও বিদায়ী এসপি উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীর সাথে শেষ বারের মতো করমর্দন করে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে উঠে বসেন। এ সময় বিদায়ী এসপির গায়ে ফুল ছিটানো হয় এবং গাড়ি টেনে কার্যালয়ের বাইরে নিয়ে যথাযথ প্রটোকল দিয়ে স্বপরিবারে লঞ্চঘাট পৌঁছে দেয়া হয়।

অন্যদিকে নবাগত এসপি মাহিদুজ্জামান বিকাল ৪ টায় পুলিশ লাইনে এক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে ভোলায় যোগদানের পর ভোলা পুলিশের সকল থানার ওসি সহ পুলিশ অফিসারদের সাথে প্রথম সভার মাধ্যমে নিজ কার্যক্রম শুরু করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সহ ভোলা পুলিশের সকল বিভাগের উর্ধতন পুলিশ অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।