Dainik Sotter Kontho - দৈনিক সত্যের কণ্ঠ
ঢাকাThursday , 8 June 2023
  • অন্যান্য

ভৈরবে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Google News

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মো. মহিউদ্দিন( ২২) ও মো. বাছির( ৩২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ( ডিবি) ।

বৃহস্পতিবার( ৮ জুন) গভীর রাতে ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকা থেকে এসব গাঁজাসহ তাদের আটক করা হয় ।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মহিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকার মো. কাউসার মিয়ার ছেলে এবং মো. বাছির একই এলাকার মো. মালিক মিয়ার ছেলে ।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ( ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন ।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, মো. মহিউদ্দিন ও মো. বাছির উভয়েই মাদক ব্যবসায়ী ।

তারা পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে ।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশ( ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় বুধবার( ৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ভৈরবের লক্ষীপুর এলাকার পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন ।

অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. মহিউদ্দিন ও মো. বাছিরকে আটক করা হয় ।

এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।